তাঁরায় তাঁরায়
Fuad Ft. Shuvo
হারাবে কোথায় পৃথিবী ছেড়ে
কোথায় লুকাবে?
মঙ্গলে বা চাদের মাটি
আমায় খুজে পাবে!
ছায়াপথে হেটে হেটে
খুজব তোমাকে...
তাঁরায় তাঁরায় জ্বলবে আলো
হবে তুমি আমার
গ্রহে গ্রহে জানবে সবাই
আমি শুধু তোমার...।
ছাড় দেবনা তোমায় পাওয়ার
এতটুকু আশা
যাই দেখছ আকাশ-বাতাস
গড়েছে ভালবাসা।
ছায়াপথে হেটে হেটে
খুজব তোমাকে...
তাঁরায় তাঁরায় জ্বলবে আলো
হবে তুমি আমার
গ্রহে গ্রহে জানবে সবাই
আমি শুধু তোমার।
Comments
Post a Comment